Site icon Jamuna Television

এবার ভারতের রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছে নেপাল

প্রতীকি ছবি

এবার বিহারের সীতামারহিতে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছে নেপাল কর্তৃপক্ষ। বিষয়টি ভারতের স্বরাষ্ট্র দফতরকে জানিয়েছে র‍াজ্য সরকার। খবর হিন্দুস্তান টাইমস।

ভারতের দাবি, যে রাস্তার কাজে বাধা দেয়া হয়েছে সেখানে দুই দেশের মধ্যে সীমান্ত নির্দিষ্ট করা আছে ও দুই দেশের মধ্যে যে নো ম্যানস জোন তার উভয় দিকে চেক পোস্টও আছে। তারপরও নেপাল রাস্তার কাজে বাধা দিয়েছে।

অপরদিকে নেপালের আপত্তি যে, সার্ভে রেকর্ড অনুযায়ী ওই জমি তাদের।

এর আগে পূর্ব চম্পারন জেলায় বাঁধের কাজ আটকে দিয়েছিল নেপাল। সেই বিষয়টি এখনও মীমাংসা হয়নি।

জানা যায়, সীতামারহি রাস্তার বিশেষ ধার্মিক তাৎপর্য রয়েছে। এটি জানকী মন্দিরের সঙ্গে সীতা দেবীর জন্মভিটে সীতামারহিকে যু্ক্ত করেছে।

Exit mobile version