Site icon Jamuna Television

‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল মারা গেছেন

বাংলা রক মিউজিকের দুনিয়ায় নক্ষত্রের পতন। চলে গেলেন বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। লেখক ও নাট্যব্যক্তিত্ব হিসাবেও তিনি সমাদৃত হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস।

আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই চিরঘুমের দেশের চলে গেলেন রঞ্জন ঘোষাল।

১৯৭৪ সালে সাত সদস্য মিলে তৈরি হয়েছিল মহীনের ঘোড়াগুলি। শুরুতে নাম ছিল সপ্তর্ষি। রঞ্জন ঘোষাল ছাড়াও এই ব্যান্ডের সদস্য ছিলেন গৌতম চট্টোপাধ্যায়, তপেশ বন্দ্যোপাধ্যায়, তাপস দাস, আব্রাহাম মজুমদার, বিশ্বনাথ চট্টোপাধ্যায় ও প্রদীপ চট্টোপাধ্যায়।

সঙ্গীতের পাশাপাশি রঞ্জন ঘোষাল, ইংরেজি ও বাংলা ভাষায় একাধিক কবিতা, গল্প এবং চলচ্চিত্র ও মঞ্চ নাটকের জন্য চিত্রনাট্য রচনা করেছেন। বেঙ্গালুরুতে স্ত্রী সঙ্গীতার গ্রুপ থ্রি নামে একটি থিয়েটার দলের সঙ্গে ইংরেজি নাটক পরিচালনা এবং পারফর্ম করতেন রঞ্জন ঘোষাল।

Exit mobile version