Site icon Jamuna Television

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ড- এমআইটি’র মামলা

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে হারভার্ড- এমআইটি'র মামলা

বিদেশি শিক্ষার্থীরা আমেরিকায় থেকে অনলাইনে ক্লাস করতে পারবেন না- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠেকাতে আমেরিকার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হার্ভার্ড এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি মামলা করেছে। খবর ইকোনোমিক টাইমস।

বুধবার প্রতিষ্ঠান দুটি বোস্টন ফেডারেল আদালতে এই মামলা করে। আমেরিকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ আইন যাতে বাস্তবায়ন করতে না পারে তার জন্য কার্যকর ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়েছে মামলার আর্জিতে। বলা হয়েছে- মার্কিন সরকার প্রশাসনিক প্রক্রিয়া লঙ্ঘন করেছে কারণ সরকারি কর্মকর্তারা এই আইন বাস্তবায়নের যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি জনগণকে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে দেয়া হয়নি।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং এমআইটি’র মামলা দায়ের প্রসঙ্গে মার্কিন সরকারি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

এদিকে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যাতে আমেরিকা ছেড়ে চলে যায় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে নোটিশ দিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, চলতি সেশনে অনলাইনে ক্লাস করা শিক্ষার্থীদের জন্য ভিসা ইস্যু করা হবে না।

Exit mobile version