Site icon Jamuna Television

করোনা রোগী শনাক্ত হওয়ার পর যথাযথ ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য বিভাগ: জিএম কাদের

দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর যে ব্যবস্থা নেয়া উচিত ছিলো স্বাস্থ্য বিভাগ তা নেয়নি বলে সংসদে অভিযোগ করেছেন বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে জি এম কাদের বলেন, সময়মতো পর্যাপ্ত সংখ্যক মানুষকে করোনা টেস্টের আওতায় আনলে সংক্রমণ অনেকটাই ঠেকানো যেত। দেশে এখনো আইসিইউ ও পরীক্ষাগারের সংখ্যা পর্যাপ্ত নয়। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে যে পরিমাণ সামগ্রী সরবরাহ করা দরকার ছিলো তা নিশ্চিত করা যায়নি। আবার যেগুলো সরবরাহ করা হয়েছে তার অনেকগুলোই নিম্নমানের ছিলো বলেও অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। দেশে লকডাউন কার্যকর হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version