Site icon Jamuna Television

কাশ্মিরে বিজেপি নেতাকে হত্যা করলো বিদ্রোহীরা

কাশ্মিরে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারিকে গুলি করে হত্যা করেছে বিদ্রোহীরা। এসময় তার সাথে থাকা তার বাবা বশির আহমেদ ও তার ভাই উমর বশিরকেও হত্যা করে তারা। খবর ডয়েচে ভেলে’র।

রাতে থানার পাশে একটি দোকানের সামনে বসে থাকার সময় বিদ্রোহীরা মোটরসাইকেলে এসে তিনজনের মাথায় গুলি করে পালিয়ে যায়। এরপর তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তারা মৃত্যুবরণ করেন।

শেখ ওয়াসিমের বাবা বশিরের নিরাপত্তার জন্য আটজন দেহরক্ষী দেয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু হামলার সময় তার কোন দেহরক্ষী তার সাথে ছিল না।

এ বিষয়ে কাশ্মির পুলিশের আইজি বলেন, ঘটনার পর আটজন দেহরক্ষীকেই দায়িত্বে অবহেলার জন্য গ্রেফতার করা হয়েছে। এই আটজনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version