Site icon Jamuna Television

বিয়ে করলেন ক্রিকেটার আবু জায়েদ রাহী

আবু জায়েদ রাহী ও ডা: তৌহিদা আক্তার জুহা।

সিলেট ব্যুরো:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আবু জায়েদ রাহী জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন। করোনাভাইরাস সংকটের কারণে ঘরোয়া পরিসরে বিয়ের পিড়িতে বসেছেন তিনি।

৮ জুলাই বুধবার করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলকে নিয়ে একেবারেই ঘরোয়া পরিসরে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানান রাহীর বড় ভাই আবু খালেদ চৌধুরী সাদি।

তিনি আরও জানান, এর আগে রায়নগর দর্জিপাড়া এলাকার বাসিন্দা কনে ডা: তৌহিদা আক্তার জুহার সাথে এক বছর আগেই রাহীর আকদ সম্পন্ন হয়। এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে নিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করা হবে বলে জানান তিনি।

নতুন জীবন শুরুর প্রাক্কালে সকলের কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটার রাহী।

ইউএইস/

Exit mobile version