Site icon Jamuna Television

কলকাতার অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি টালিউডের এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। খবর হিন্দুস্তান টাইমস’র।

ভুক্তভোগী অভিনেত্রীর বর্ণনা অনুযায়ী, গত ৫ জুলাই ফাঁকা ফ্ল্যাটে তাকে জোরপূর্বক ধর্ষণ করে তার প্রেমিক। সেইসাথে মোবাইল ফোনের ক্যামেরায় তার আপত্তিকর ভিডিও ধারণ করে অভিযুক্ত। পরবর্তীতে এই ঘটনার কথা কাউকে জানালে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়।

এরপরই মানসিকভবে ভেঙ্গে পড়েন ওই অভিনেত্রী। এমনকি আত্মহত্যার সিদ্ধান্তও নেন। পরবর্তীতে এক বন্ধুর সূত্রে খবর পেয়ে মানবাধিকার কর্মীরা তাকে উদ্ধার করে বুধবার রাতে যাদবপুর থানায় এ বিষয়ে মামলা দায়ের করে।

জানা যায়, ২০০৯ সালে অভিযুক্ত প্রেমিকের সাথে প্রথম দেখা হয় ভুক্তভোগী অভিনেত্রীর। তারপর অনেকদিন যোগাযোগ না থাকলেও ২০১৭ সালে পুনরায় যোগাযোগ শুরু হয়। সেবছরই তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপরই ব্যবসার কথা বলে প্রায়ই ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া শুরু করে অভিযুক্ত প্রেমিক। তারপর তাদের সম্পর্ক ভেঙ্গে গেলেও চলতি বছরের এপ্রিলে আবারও সেই সম্পর্ক নতুনভাবে শুরু হতে থাকে।

Exit mobile version