Site icon Jamuna Television

এশিয়া কাপ স্থগিত; পরের বছর শ্রীলঙ্কায় আয়োজনের আশা এসিসি’র

করোনা পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে ২০২০ সালের এশিয়া কাপ। ভ্রমণ সংক্রান্ত বিধি-নিষেধ, দেশভেদে কোয়ারান্টাইনের নিয়মকানুন, স্বাস্থ্য-ঝুঁকির ইত্যাদি বিষয় বিবেচনায় এনে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসি। স্থগিত হওয়া আসরটি ২০২১ সালের জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আশা করছে এসিসি।
এর আগে, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এশিয়া কাপ বাতিল হয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। যদিও পিসিবি ও বিসিবির পক্ষ থেকে সেটি অস্বীকার করা হয়েছিল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এশিয়া কাপ স্থগিতের সিদ্ধান্তই আনুষ্ঠানিকভাবে জানালো এসিসি।

সেপ্টেম্বরে পাকিস্তানে পূর্বনির্ধারিত এশিয়া কাপ আয়োজন নিয়ে কয়েকদফা আলোচনায় বসেছিল এসিসি। প্রথমে সদস্য দেশগুলো ইতিবাচক থাকলেও পরবর্তীতে স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত ঝুঁকিকে গুরুত্ব দিয়ে এশিয়া কাপ স্থগিতের এই সিদ্ধান্ত।

এ বছরের টুর্নামেন্ট পাকিস্তান হওয়ার কথা থাকলেও পিসিবি ও এসএলসি আয়োজনের স্বত্ত্ব অদল-বদল করেছিল। এসিসি বলছে, ২০২১ সালে শ্রীলঙ্কা এ টুর্নামেন্ট আয়োজন করবে, পাকিস্তান করবে ২০২২ সালে তারপরের আসর।

Exit mobile version