Site icon Jamuna Television

এবার ভারতীয় নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ করলো নেপাল

এবার নেপালে ভারতীয় সকল নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে দেশটির কেবল টিভি অপারেটররা। তবে এখন পর্যন্ত এ নিয়ে নেপাল সরকারের আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এই সময়’র।

দেশটির কেবল টিভি অপারেটররা জানান, ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে ক্রমাগত নেপাল বিরোধী মিথ্যে খবর ও কুৎসা প্রচার করণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে এমন সিদ্ধান্তের জন্য সরকারের পক্ষ থেকে কোন চাপ ছিল কিনা এমন প্রশ্নের কোন উত্তর তারা দেননি।

সম্প্রতি ভারতের দখলে থাকা কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধাউরা নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত
নতুন মানচিত্র পাশ করেছে নেপালের সংসদ। এরপর থেকেই তলানীতে রয়েছে দেশ দুটির সম্পর্ক।

এরইমধ্যে, বিহারের সীতামারহিতে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছে নেপাল কর্তৃপক্ষ। এর আগে পূর্ব চম্পারন জেলায় বাঁধের কাজ আটকে দিয়েছিল নেপাল।

Exit mobile version