Site icon Jamuna Television

`খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীকে অস্ত্র নিয়ে ঢুকতে দেয়া হবে না’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীকে অস্ত্র নিয়ে আদালতে ঢুকতে দেয়া হবে না। প্রয়োজনে তাদেরকেও তল্লাশি করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ বৃহস্পতিবার সকালে বকশীবাজার এলাকায় গিয়ে সংবাদিকদের একথা বলেন তিনি। আর কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডিএমপি’র কমিশনারের পর বকশীবাজার বিশেষ আদালত প্রঙ্গান পরিদর্শন করতে আসেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। রায়কে কেন্দ্র জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

 

Exit mobile version