Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত বলিভিয়ান প্রেসিডেন্ট জেনাইন

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর পর করোনায় আক্রান্ত হলেন বলিভিয়ান প্রেসিডেন্ট জেনাইন এঞ্জ। বৃহস্পতিবার টুইট বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকেই আইসোলেশনে আছেন জেনাইন। যদিও তার শারীরিক অবস্থা ভালো।

এছাড়া স্বাস্থ্যমন্ত্রীসহ আরও সাত মন্ত্রী করোনায় আক্রান্ত বলে নিশ্চিত করেছে বলিভিয়া সরকার। দেশটিতে করোনায় এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় ১৬শ’ মানুষের; আক্রান্ত প্রায় ৪৩ হাজার। লাতিন আমেরিকার আরেক দেশ ভেনেজুয়েলার ক্ষমতাসীন দলের নেতা দিওসদাদো ক্যাবেলোও করোনায় আক্রান্ত।

Exit mobile version