Site icon Jamuna Television

গাইবান্ধায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর নগদ সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগে তদন্ত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে বাজার করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে শফিকুল ইসলাম শেখ ও তার ছেলে রাকিব হোসেনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাদেকখার বাজারের কাছে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার জানান, সন্ধ্যার দিকে শফিকুল ইসলাম তার চার বছরের ছেলে রাকিবকে নিয়ে পার্শ্ববর্তী সাদেকখার বাজারে যায়। রাত ৮টার দিকে বাজার করে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশকে জানানো হয়েছে।

এদিকে বাবা-ছেলের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version