Site icon Jamuna Television

রাজধানীতে আওয়ামী লীগের মোটরসাইকেল মহড়া

রায়ের দিন রাজধানীতে সব ধরনের মিছিল ও জমায়েতে ডিএমপি’র নিষিদ্ধাজ্ঞা থাকলেও র‌্যাব পুলিশের সামনে প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মীরা মোটরসাইকেল মহড়া দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

আজ বৃহস্পতিবার সকালে পল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে রিজভী আরও বলেন, পুলিশ-র‌্যাব এখন আওয়ামী আইন-শৃঙ্খলা বাহিনীতে পরিণত হয়েছে। তারা আওয়ামী লীগের স্বার্থে কাজ করছে।

বিএনপি চেয়ারপারসনরে রায় ঘিরে সরকার জনজীবনে আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রায় ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। বকশিবাজারে পঞ্চম বিশেষ আদালতের জজ মো. আখতারুজ্জামানের রায় ঘোষণা করবেন।

Exit mobile version