Site icon Jamuna Television

বিশ্বে ২৪ ঘণ্টায় রেকর্ড ২ লাখ ৩৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

করোনায় গেলো ২৪ ঘণ্টায় ফের রেকর্ড ২ লাখ ৩৪ হাজারের বেশি শনাক্ত দেখলো বিশ্ব। একদিনে প্রাণ গেছে প্রায় সাড়ে ৫ হাজার মানুষের।

এদিন সবচেয়ে বেশি ১,২৭০ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। লাতিন দেশটিতে মোট প্রাণহানি সাড়ে ৭০ হাজার। এর পরই সবচেয়ে বেশি ১ লাখ ৩৭ হাজারের মতো মৃত্যু দেখে যুক্তরাষ্ট্র, শুক্রবারও মারা গেছেন ৮২৫ জন। একদিনে, রেকর্ড ৭১ হাজার কোভিড নাইটিন রোগী শনাক্ত হলো দেশটিতে।

ভারতে প্রাণ গেছে ৫২১ জনের। দেশটিতে মোট প্রাণহানি ২২ হাজার ছাড়ালো, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৮ লাখ। মাত্র তিনদিনে একলাখ নতুন রোগী শনাক্ত হলো দেশটিতে।

এছাড়া, মেক্সিকোয় আরও ৭৩০ জন মৃত্যুবরণ করলেন করোনাভাইরাসে। সবমিলিয়ে বিশ্বে ৫ লাখ ৬২ হাজারের কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছেন; সংক্রমিত এক কোটি ২৬ লাখের বেশি।

Exit mobile version