Site icon Jamuna Television

ট্রাম্পের প্রস্তাবে রজার স্টোনের শাস্তি কমলো

মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে সাজাপ্রাপ্ত রজার স্টোনের শাস্তি কমিয়ে দেয়া হয়েছে। শুক্রবার এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সাবেক এই উপদেষ্টার সাজা কমিয়ে দেয়ার প্রস্তাব করেন। রোজার স্টোনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিলো এ বিষয়ে বিশেষ কৌসুলি রবার্ট মুয়েলার তদন্ত শুরু করে। কংগ্রেসে সেই শুনানিতে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। এর দায়ে গেলো ফেব্রুয়ারিতে তিন বছর চার মাসের কারাদণ্ড দেয়া হয় তাকে।

Exit mobile version