Site icon Jamuna Television

দাঁত, ঠোঁট মানুষের মতো! ধরা পড়ল অদ্ভুত মাছ

রহস্যের ভান্ডার প্রকৃতি। অবিশ্বাস্য, অদ্ভুত অনেক কিছু দেখা যায় প্রকৃতিতে যার রহস্য উন্মোচন হয় না অনেক সময়। তেমনি এবার দেখা গেলো মানুষের মতো দেখতে মাছ। একেবারে মানুষের মতো দাঁত ও ঠোঁট। মুখের গড়নও অনেকটা মানুষের মতো। খবর জি নিউজ।

জানা গেছে, এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে এই মাছ দেখা যায়।

মাছটির শরীরে দুটি রং দেখা যায়। আর এই দুই রঙকে ভাগ করছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেকটা বেল্ট এর মতো।

Exit mobile version