Site icon Jamuna Television

ফ্রান্সে অভিবাসনপ্রত্যাশীদের অস্থায়ী ক্যাম্পে অভিযান, আটক ২০

ফ্রান্সের ক্যালে বন্দরে ভেঙ্গে দেয়া হয়েছে অভিবাসনপ্রত্যাশীদের একটি বড় অস্থায়ী ক্যাম্প। প্রায় পাঁচ শতাধিক আশ্রয়প্রার্থীকে সরিয়ে নেয়া হয়েছে সরকার নির্ধারিত বিভিন্ন কেন্দ্রে। আটক করা হয়েছে ২০ জনকে।

শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে দুপুর পর্যন্ত চলে পুলিশের অভিযান। গত কয়েক মাসের মধ্যে শহরটিতে আশ্রয়প্রার্থীদের ক্যাম্প লক্ষ্য করে সবচেয়ে বড় অভিযান এটি। এর একদিন আগেই কাছাকাছি আরেকটি বড় ক্যাম্পে অভিযান চালায় পুলিশ।

ইউরোপের দেশগুলোয় লকডাউন শিথিল ও সীমান্ত খুলে দেয়ার পর বিভিন্ন দেশে আবারও বাড়তে শুরু করেছে অভিবাসনপ্রত্যাশীদের ঢল। অভিবাসী বিষয়ক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ক্যালেতে প্রায় ১২শ অভিবাসনপ্রত্যাশী রয়েছে। এদের বেশিরভাগ সুদান, ইরিত্রিয়া ও ইরানের নাগরিক। চ্যানেল টানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশই তাদের লক্ষ্য।

Exit mobile version