Site icon Jamuna Television

রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা: টুইটারের পথেই কি হাঁটছে ফেসবুক?

৪শ'র বেশি বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান সম্পর্ক ছিন্ন করছে ফেসবুকের সাথে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞার কথা ভাবছে ফেসবুক। সংশ্লিষ্ট একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।

তবে এখনও বিষয়টি আলোচনার পর্যায়ে আছে বলেও জানানো হয় প্রতিবেদনে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ফেসবুক মুখপাত্র।

বেশ কিছুদিন ধরেই সমালোচনার মুখে ফেসবুকের বিভিন্ন নীতিমালা। বিশেষ করে সত্যতা যাচাই ছাড়াই রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে আপত্তি অনেকের। গত বছর প্রতিদ্বন্দ্বী টুইটার রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করলেও অবস্থান পরিবর্তন করেনি ফেসবুক।

Exit mobile version