Site icon Jamuna Television

রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ

লা লিগার ৩৬তম রাউন্ডের ভিন্ন ম্যাচে আজ রাতে মাঠে নামবে দুই জায়ান্ট বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। রাত সাড়ে ১১টায় রিয়াল ভায়াদোলিদের মুখোমুখি হবে মেসির বার্সা।

লা লিগার আর বাকি মাত্র তিন রাউন্ডের খেলা। বার্সেলোনার শিরোপা জিততে হলে তিন ম্যাচে রিয়াল মাদ্রিদকে অন্তত হারাতে হবে ৫ পয়েন্ট। কঠিন সেই সমীকরণের মাঝে লিগ জয়ের রেসে থাকতে তিন ম্যাচেই জয় চায় বার্সেলোনা।

ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে বার্সা একাদশে আসবে পরিবর্তন। গেল ম্যাচে লাল কার্ড দেখায় আজ খেলতে পারবেন না আনসু ফাতি। সেই সাথে নেলসন সেমেডোর পরিবর্তে একাদশে আসতে পারেন সার্জিও রবার্তো। এই ম্যাচে চোট কাটিয়ে বার্সা স্কোয়াডে ফিরেছেন লুক ডি ইয়ং। তবে পুরনো চোটে এখনও সাইড লাইনে ডেমবেলে, উমতিতি ও জুনিয়র ফিরপো।

Exit mobile version