Site icon Jamuna Television

নির্বাচন পেছানোর আইনগত কোন সুযোগ কমিশনের কাছে নেই: সিইসি

সিইসি কে এম নুরুল হুদা। ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার:

‘কোন ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোন সুযোগ নেই। তবে রাষ্ট্রপতি চাইলে বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন’ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

আজ দুপুরে যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচন উপলক্ষে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম; তিনিও বলেছেন নির্বাচন না করার কোন সুযোগ নেই।’

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, করোনা আছে, আরও অনেকদিন থাকবে। তার জন্য সবকিছু বন্ধ রাখা যাবে না। দৈনন্দিন কাজ ও নির্বাচনের মতো কাজ এর মধ্যেই করতে হবে। এজন্য স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালাতে হবে। একইসাথে ভোট কেন্দ্রে ভোটারদের মাস্ক খুলে পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিনসহ অনেকে।

Exit mobile version