Site icon Jamuna Television

গণমাধ্যমকর্মীদের ছাঁটাই না করে বেতন পরিশোধ করতে বললেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

করোনা মহামারীর মধ্যে গণমাধ্যমকর্মীদের ছাঁটাই না করতে এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দুপুরে রাজধানীর পিআইবি মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত গণমাধ্যমকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। দুর্ভোগের এই সময়ে সবাইকে কষ্ট ভাগাভাগি করে নিতে হবে বলে জানান তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, করোনায় সারাবিশ্বের কোথাও সাংবাদিকদের পাশে নেই সরকার, কিন্তু বাংলাদেশে শুরু থেকেই সহায়তা করা হচ্ছে। পরে সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়।

Exit mobile version