Site icon Jamuna Television

‘নিউ বাঘাবাড়ি ঘি’ কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা

গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগে ‘নিউ বাঘাবাড়ি ঘি’ কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব। দুপুরে মালিবাগে কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন র‍্যাবের এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।

তিনি জানান, গত ৩০ বছর ধরে এই প্রতিষ্ঠানটি ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছে। বিএসটিআই এর কোন অনুমোদনও নেই তাদের। তারপরও নিজেদের প্রস্তুতকারক হিসেবে ঘোষণা দিয়ে ঘি বিক্রি করে আসছে।

র‍্যাব জানায়, তাদের নিজেদের কোন ল্যাব না থাকলেও ল্যাব রিপোর্ট দেয় প্রতিষ্ঠানটি। তারা মূলত বিভিন্ন জায়গা থেকে মানহীন ঘি এনে বিক্রি করে। এমনকি বিদেশেও রপ্তানি করে তারা।

Exit mobile version