Site icon Jamuna Television

উপ-নির্বাচনে কেউ করোনায় মারা গেলে তার দায় নির্বাচন কমিশনের নয়, বগুড়ায় সিইসি

বামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বগুড়া ব্যুরো:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সংক্রমণ ঝুঁকি মাথায় রেখেই বাধ্য হয়ে উপ-নির্বাচনের আয়োজন করতে হচ্ছে। শনিবার বিকেলে বগুড়া-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে এই সভা শুরু হয়। সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ বক্তব্য দেন।

সভাশেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, সংসদ নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই। সে কারণে বন্যা এবং করোনা মাথায় রেখেই বাধ্য হয়ে এই নির্বাচনের আয়োজন করতে হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি কেএম নূরুল হুদা বলেন, নির্বাচনের সময় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার দায় নির্বাচন কমিশনের ওপর বর্তাবে না। ভোটারদেরকে নিজেদের সাবধানতা বাড়াতে হবে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা রাখা হবে বলেও জানান তিনি।

১৪ জুলাই বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবার কথা রয়েছে। সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা মিলিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৯১৮ জন। নির্বাচনে ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুই উপজেলার ২৫টি ভোটকেন্দ্র শনিবার পর্যন্ত বন্যা কবলিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নির্বাচন কর্মকর্তারা।

ইউএইস/

Exit mobile version