Site icon Jamuna Television

ভারতীয় আদিবাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতীয় আদিবাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে আরেক বাংলাদেশি আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, উৎমা বিওপি সংলগ্ন সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করার পর ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়ে। এতে আমির হোসেন নামের এক ব্যক্তি মারা যান। তিনি ওই এলাকার মো. বাবুল হোসেনের ছেলে। এছাড়া মো. কয়েছ মিয়া নামের এক বাংলাদেশি আহত হন।

এ নিয়ে গত দেড় মাসে কেবল কোম্পানীগঞ্জ সীমান্তেই ভারতীয় খাসিয়ার গুলিতে ৫ জন নিহত হলেন।

বিজিবি কর্মকর্তারা জানান, দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর অধীনস্থ কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৯-এস সংলগ্ন দিয়ে ২ জন বাংলাদেশি নাগরিক ভারতের ৮০০ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় চোর সন্দেহে ভারতীয় খাসিয়া নাগরিকরা তাদের গুলি করে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা সম্ভব হলেও আহত ব্যক্তি পলাতক রয়েছেন।

এ ব্যাপারে বিজিবি’ ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল গণমাধ্যমকে সীমান্তে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে অবৈধ চলাচল রোধে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও টহল এবং নজরদারি অব্যাহত রয়েছে। তবুও কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কেউ অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়।

ইউএইস/

Exit mobile version