Site icon Jamuna Television

উদ্বোধন হল ‘শেখ হাসিনা সেনানিবাস’

পটুয়াখালীর লেবুখালীতে দেশের ৩১তম সেনানিবাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে পটুয়াখালী পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। দুমকী উপজেলার লেবুখালীতে পায়রা নদীর পাড়ে গড়ে তোলা ‘শেখ হাসিনা সেনানিবাস’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া পটুয়াখালী জেলার ১৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এখান থেকে বরিশালে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার ‘বঙ্গবন্ধু উদ্যানে’ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ৩ থেকে ৫ লাখ নেতাকর্মী জমায়েতের লক্ষ্য নির্ধারণ করেছে স্থানীয় আওয়ামী লীগ।

 

Exit mobile version