Site icon Jamuna Television

বঙ্গবন্ধুকে অবমাননা: ১৩ শিক্ষক কারাগারে

চট্টগ্রামের বাঁশখালীতে  নবম শ্রেণীর এক প্রশ্নপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবকে অবমাননা করার  মামলায় ১৩ জন শিক্ষকের জামিন নামঞ্জুর করে  কারাগারে পাঠিয়েছেন আদালত।

২০১৬ সালে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান  লিয়াকত আলীর সাথে বঙ্গবন্ধুকে তুলনা করে প্রশ্নপত্র তৈরী করা হয়। পরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি সত্যতা পেলে ২০১৭ সালের ১২ এপ্রিল পুলিশ  বাদী হয়ে ৬টি উপজেলার ১৩ জন শিক্ষককে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলা করে।  পরে এই ১৩ জন শিক্ষক হাইকোর্ট থেকে আগাম তিন মাসের জামিন নেয়। আজ তাদের জামিন মেয়াদ শেষ হয়। আদালতে হাজির হয়ে জামিন চাইলে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসাইন জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

গত বছরের ১৭ জুলাই অর্ধবার্ষিক পরীক্ষায় নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে বঙ্গবন্ধুর সঙ্গে চেয়ারম্যানের তুলনা করে  সৃজনশীল প্রশ্ন করা হয়।

টিবিজেড/

 

Exit mobile version