Site icon Jamuna Television

আদালতে পৌঁছেছেন খালেদা জিয়া

বেলা দেড়টার দিকে বকশীবাজরের বিশেষ আদালতে পৌঁছেছেন খালেদা জিয়া গাড়ি বহর। সকাল ১১.৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা দেন তিনি।

বেগম জিয়ার গাড়ি বহর মগবাজরে এসে পৌঁছালে বহর ধীরে ধীরে বড় হয়। এরপর রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের সামনে পুলিশের সঙ্গে তার দলের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ১০-১২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর কাকরাইল মোড়ে পুলিশ বক্সে ভাঙচুর করে বিএনপি কর্মীরা।  এসময় তারা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

Exit mobile version