Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় গির্জায় সন্ত্রাসী হামলা, নিহত ৫

দক্ষিণ আফ্রিকার একটি গির্জায় সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত ও আহত হয়েছে কমপক্ষে ছয় জন। শনিবার জোহানেসবার্গের পশ্চিমে স্থানীয় জুরবেকোমের আন্তর্জাতিক হৌলিনেস চার্চে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত সন্দেহে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়েছে নারী-শিশুসহ অনেককেই। এছাড়া হামলায় ব্যবহৃত রাইফেল, শটগান ও পিস্তলসহ ৪০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। হামলায় কোন সন্ত্রাসী গোষ্ঠী জড়িত নয় বলে ধারণা পুলিশের। তবে দ্রুত হামলা প্রতিহত করায় প্রাণহানি কম হয়েছে বলে দাবি স্থানীয় পুলিশের। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে অভিজাত গির্জা এটি। বিপুল পরিমাণ সম্পদ রয়েছে গির্জার নামে।

Exit mobile version