Site icon Jamuna Television

রোনালদোর জোড়া গোলে য়্যুভেন্টাসের স্বস্তির ড্র

রোনালদোর জোড়া পেনাল্টি গোলে স্বস্তির ড্র নিয়ে ফিরেছে য়্যুভেন্টাস। দিনের আরেক ম্যাচে টেবিলের দুইয়ে থাকা লাৎসিও হেরে বসায় এখন ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রইলো তুরিনের ওল্ড লেডিরা।

দারুন ফর্মে থাকা আতালান্তার বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে য়্যুভেন্টাস। ১৬ মিনিটে দুভান জাপাতার গোলে ১-০’র লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে য়্যুভেন্টাসকে ম্যাচে ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ৮০ মিনিটে মালিনোভস্কির দারুন শটে জমে ওঠে ম্যাচ। আটালান্টা যখন জয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনই আবারো পেনাল্টি পায় স্বাগতিকরা। এবার স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান সিআর সেভেন। যা লিগে তার ২৯তম গোল। শিরোপার থেকে আর মাত্র ১০ পয়েন্ট দূরে এখন রোনালদো’র য়্যুভেন্টাস।

Exit mobile version