Site icon Jamuna Television

এবার সোনার ওপর হিরে বসানো মাস্ক!

এবার ভারতের সুরাটে এক জুয়েলারি দোকানে সোনার ওপর হিরে বসানো মাস্ক তৈরি করা হয়েছে। দোকানদার জানান এর চাহিদাও দেখা গেছে। মাস্কগুলোর দাম মোটামুটি দেড় লাখ টাকা থেকে শুরু হচ্ছে, সবচেয়ে নজর কাড়া ও দামি মাস্কটির মূল্য প্রায় চার লাখ টাকা। খবর এনডিটিভি।

দোকানের মালিক দীপক চোকসি জানান, দোকানের এক ক্রেতার কথা শুনেই প্রথম এই পরিকল্পনার কথা মনে আসে তার। এক ক্রেতা বর-কনের জন্যে অভিনব মাস্ক তৈরি করে দেওয়ার কথা বলেন। তারপরেই তিনি ওই ধরনের মাস্ক তৈরি শুরু করেন।

তিনি আরও বলেন, ওই ডিজাইনের মাস্ক পেয়ে খুব খুশি হন ক্রেতা। পরে আমরা আরো বেশি করে এই মাস্ক তৈরি শুরু করি। কারণ আগামী মাসগুলোতেও এই ধরনের মাস্কের চাহিদা থাকবে। খাঁটি হিরে এবং আমেরিকান ডায়মন্ড দুই ধরনের পাথর দিয়েই সোনার মাস্কগুলো তৈরি হয়েছে। ইয়েলো গোল্ডের উপর আমেরিকান ডায়মন্ড দিয়ে তৈরির মাস্কগুলোর দাম পড়বে ১.৫ লক্ষ টাকা। হোয়াইট গোল্ডের উপর সত্যিকারের হিরে ব্যবহার করে তৈরি মাস্কগুলোর দাম ৪ লক্ষ টাকা।

উল্লেখ্য, এর আগে পুনের এক ব্যক্তি সোনার মাস্ক পরেন। শঙ্কর কারাডে নামের ওই ব্যক্তির সোনার মাস্কের দাম ছিলো ২ লাখ ৮৯ হাজার টাকা।

Exit mobile version