Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট

করোনায় আক্রান্ত অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট

ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক দুঃসংবাদ। বড় বড় অভিনেতারা কোভিড-১৯ আক্রান্ত হচ্ছেন। অমিতাভ-অভিষেকের পর এবার জানা গেল জনপ্রিয় অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বলিউডের এ অভিনেত্রী নিজেই টুইটে জানিয়েছেন কোভিড-১৯ সংক্রমণের কথা।

শনিবার রাত ১২টার দিকে টুইট করে অভিনেত্রী লিখেছেন, আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এখন বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি, এজন্য সবাই প্রার্থনা করবেন।

বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। র‍্যাচেল হোয়াইট সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন মডেলিংয়ের জন্য। বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্ম র‍্যাচেল হোয়াইটের। সেখানেই পড়াশোনা। ২০১৪ সালে বলিউডে অভিষেক ‘উংগলি’ ছবিতে। এরপর বলিউড থেকে বাংলা ছবিতে কাজ করা শুরু করেন। ২০১৫ সালে ‘হর হর ব্যোমকেশ’ করেই সবচেয়ে বেশি পরিচিতি পান তিনি। সিনেমার পাশাপাশি বহু বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।

Exit mobile version