Site icon Jamuna Television

রিকশায় করে আদালতে বিএনপি নেতারা

জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা উপলক্ষে আজ দুপুরে আদালতে হাজির হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে বহনকারী গাড়ি বহরের সাথে বিএনপি নেতারাও ছিলেন। হাইকোর্ট মোড় এলাকায় বহর পৌঁছার পর পুলিশ খালেদা জিয়ার গাড়ি ছাড়া অন্যদেরকে আটকে দেয়। এসময় খালেদার গাড়ির সামনে থাকা নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুঁড়ে পুলিশ।

এসময় সিনিয়র বিএনপি নেতারা গাড়ি থেকে নেমে রিকশায় করে আদালতের দিকে অগ্রসর হন। চানখারপুল মোড়ে পুলিশ রিকশাও আটকে দিলে সেখান থেকে পায়ে হেঁটে আদালত প্রাঙ্গনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতারা।

 

Exit mobile version