Site icon Jamuna Television

দ্বিতীয় বিয়ে করলেন ক্রিকেটার মোসাদ্দেক সৈকত

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। শুক্রবার বিয়ে করেছেন ২৪ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। মোসাদ্দেকের দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না। তার বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়।

ঘরোয়া পরিবেশে শুধু পরিবারের সদস্যদের নিয়েই বিয়ে সম্পন্ন করেছেন তিনি।

শনিবার রাতে নিজের দ্বিতীয় বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন মোসাদ্দেক।

নিজের ফেসবুকের প্রোফাইল এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে এক যুগল ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।’

এরআগে ২০১২ সালে আপন খালাতো বোন সামিয়া শারমিনকে বিয়ে করেছিলেন সৈকত। পারিবারিকভাবে মনোমালিন্য হওয়ায় প্রথম স্ত্রীকে তালাক দেন মোসাদ্দেক।

Exit mobile version