Site icon Jamuna Television

পাপুলকাণ্ডে এবার কুয়েতের সেনা কর্মকর্তা গ্রেফতার

অর্থ ও মানবপাচারসহ একাধিক অভিযোগে কুয়েতে গ্রেফতার হওয়া বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন এবং ঘুষ নেয়ার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল জারাহকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর কুয়েতের আরবি দৈনিক আল কাবাসের।

আল-কাবাসের খবরে বলা হয়, অপরাধ তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে কুয়েতের পাবলিক প্রসিকিউশন দপ্তর শেখ মাজানকে গ্রেফতার করে আদালতে হাজির করার আদেশ দেয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

খবরে আরও বলা হয়, ঘুষের বিনিময়ে পাপুলের বেশ কিছু কাজ দ্রুত অনুমোদন করিয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সে সময় তিনি কুয়েতের নাগরিকত্ব, পাসপোর্ট ও বসবাসের অনুমতি বিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি ছিলেন বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।।

পাপুলের স্বীকারোক্তিতে নাম আসার পরপরই জুনের শেষদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির পদ থেকে তাকে বরখাস্ত করা হয়।

Exit mobile version