Site icon Jamuna Television

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি দেড় লাখ মানুষ

বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৪০ সেন্টিমিটার বেড়ে আজ সকালে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

প্রথম দফায় বন্যার পানিতে বিভিন্ন শাখা নদী, খাল-বিল ও নিম্নাঞ্চল পানিতে পরিপূর্ণ থাকায় দ্রুত গতিতে পানি ছড়িয়ে পড়ছে লোকালয়ে। ফলে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার অন্তত ২০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত দেড় লাখ মানুষ।

এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি, ফসলি-জমিসহ স্থানীয় ও আঞ্চলিক সড়ক। ১০ দিনের বন্যার দুর্ভোগ কমতে না কমতেই দ্বিতীয় দফায় বন্যার চরম দুর্ভোগে পরেছে দুর্গতরা।

Exit mobile version