Site icon Jamuna Television

রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল ও ম্যান ইউনাইটেড

স্প্যানিশ লিগে বার্সেলোনার সাথে আবারও ৪ পয়েন্টের লিড নেবার লক্ষ্য নিয়ে আজ রাতে মাঠে নামছে টেবিল টপার রিয়াল মাদ্রিদ। রাত ২টায় তাদের প্রতিপক্ষ গ্রানাডা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের তিন নম্বরে ওঠার মিশনে আজ রাতে মাঠে নামছে আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে রাত ১টায় সাউদাম্পটনকে আতিথ্য দেবে রেড ডেভিলরা।

লা লিগায় সময়টা ভালো কাটছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের। সবশেষ ছয় ম্যাচের সবকটিতে জয় তুলে বার্সেলোনাকে টপকে গেছে ব্লাঙ্কোসরা। তবে এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনা পয়েন্ট ব্যবধানটা ১-এ নিয়ে এসে চাপ সৃষ্টি করেছে রিয়ালের উপর। সেই চাপ জয় করে গ্রানাডার বিপক্ষে তিন পয়েন্ট নিয়ে লিগ শিরোপার খুব কাছে যেতে চায় স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন অধিনায়ক সার্জিও রামোস ও ড্যানি কারভাহাল। সেই সাথে একাদশে জায়গা পেতে পারেন ইনজুরি থেকে সেরে ওঠা হ্যাজার্ডও। লিগ শিরোপা জিততে পরবর্তী তিন ম্যাচে ৫ পয়েন্ট প্রয়োজন লস ব্লাঙ্কোসদের।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৪ জয় তুলে দারুন ফর্মে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। টেবিলে ৫ নম্বরে থাকা দলটি সাউদাম্পটনকে হারাতে পারলে টপকে যাবে লেস্টারসিটি ও চেলসিকে। করোনা ভাইরাস মহামারির মাঝে ফুটবল ফেরার পর সেরা ছন্দে ফিরেছে ম্যান ইউনাইটেড। ইনজুরি থেকে পল পগবার প্রত্যাবর্তন আর দুর্দান্ত ফর্মে থাকা তরুণ স্ট্রাইকার গ্রীনউড রেড ডেভিলদের সাফল্যের মূল কান্ডারি। সেই সাথে মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেস আর মেটিচদের ধারাবাহিকতাতো আছেই। সাউদাম্পটনের বিপক্ষে গেল ম্যাচের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামতে পারে ইউনাইটেড।

Exit mobile version