Site icon Jamuna Television

ডা. সাবরীনাকে আদালতে নেয়া হচ্ছে, ৪ দিনের রিমান্ড চাইবে পুলিশ

করোনা টেস্ট জালিয়াতির ঘটনায় গ্রেফতার জেকেজি হাসপাতালের চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফকে রিমান্ড আবেদনের জন্য আদালতে নেয়া হচ্ছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁও থানা থেকে তাকে নিয়ে আদালতের উদ্দেশে রওয়ানা দেন তদন্তকারী কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড আবেদন করেছে তারা। দুপুরের পর রিমান্ড শুনানি হতে পারে। এর আগে, রোবাবার জিজ্ঞাসাবাদের পর সাবরিনাকে গ্রেফতার করে ডিএমপির তেজগাঁও বিভাগ। পরে তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করে। রাতভর সেখানেই ছিলেন ডা. সাবরিনা।

পুলিশ জানিয়েছে, জেকেজি হেলথকেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনার টেস্টের রিপোর্ট দেয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনার আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়। জব্দ করা ল্যাপটপে এর প্রমাণ মিলেছে। এরইমধ্যে, গ্রেফতার করা হয়েছে হাসপাতালটির সিও আরিফ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেয়া তথ্যে ভিত্তিতে আটক করা হয় হাসপাতালটির চেয়ারম্যান ও তার স্ত্রী ডা. সাবরীনা আরিফকে। 

Exit mobile version