Site icon Jamuna Television

অনিশ্চিত পড়াশোনার শঙ্কায় বিশ্বের কোটি শিশু: সেইভ দ্য চিলড্রেন

করোনাভাইরাসের প্রভাবে ঝরে পড়া বিশ্বের এক কোটির বেশি স্কুলপড়ুয়া শিশু আর কখনোই নিয়মিত পড়াশোনায় ফিরতে পারবে না- এমন শঙ্কা আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেইভ দ্য চিলড্রেনের। পৃথিবীজুড়ে শিক্ষা ব্যবস্থায় এতোটা বিঘ্ন ইতিহাসে নজিরবিহীন বলেও জানায় সংস্থাটি।

এর আগে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা- ইউনেস্কো’র বরাত দিয়ে দাতব্য সংস্থা ব্রিটিশ চ্যারিটি জানায়, ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বজুড়ে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এপ্রিল পর্যন্ত ১৬০ কোটি শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়েছে। যা সারা পৃথিবীর মোট শিক্ষার্থীর ৯০ শতাংশ।

‘সেইভ আওয়ার এডুকেশন’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, পরিবারের আর্থিক দুরবস্থার কারণে মেয়েদের বাল্যবিবাহসহ অল্প বয়সে কাজে যোগ দিয়ে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছে কোটি শিশু। দেশে দেশে অর্থনৈতিক বিপর্যয়ে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ হারানোর পথে প্রায় ১২ কোটি শিশু।

Exit mobile version