Site icon Jamuna Television

সাপটি আসলে কই?

প্রকৃতির এক রহস্যের আধার। এমন সব ধাঁধার সৃষ্টি করে যা সমাধান করা কঠিনই হয়ে দাঁড়ায়। যেমন এই ছবি থেকে সাপটিকে খুঁজে বের করার ধাঁধার কথাই ভাবুন। শুকনো পাতার মধ্যে সাপটি এমনভাবে মিশে রয়েছে যে তাকে খুঁজে পাওয়া দুষ্কর দাঁড়িয়েছে। খড়ের গাদায় সুচ খোঁজার মতো অসম্ভব না হলেও বিষয়টি এত সহজও নয়।

একটি টুইটার হ্যান্ডলে ৪ জুলাই ছবিটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাটিতে প্রচুর শুকনো পাতা পড়ে রয়েছে। যেগুলিও প্রায় মাটি রঙের সঙ্গে মিশে গিয়েছে। এর মধ্যেই নাকি মিশে রয়ে একটি সাপ। অনেকেই চেষ্টা করেছেন সাপটিকে খুঁজে বের করার। আপনিও চেষ্টা করে দেখতে পারেন।

https://twitter.com/dm_ynwa/status/1279312734824218631?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1279312734824218631%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Finternational%2Fcan-you-spot-the-snake-in-fifteen-seconds-dgtl-1.1175010

অনেকেই অবশ্য সাপ খোঁজার এই চেষ্টায় সফল হয়েছেন। অনেকে আবার সফল হয়েছেন বলে মনে করলেও আদতে ভুল জায়গা নির্দেশ করেছেন।

অনেক চেষ্টা করেও যদি আপনিও না খুঁজে পান তবে নিচের পোস্টটি আপনার জন্য। সেখানে লাল রেখা দিয়ে সাপটিকে ঘিরে দেওয়া হয়েছে।

Exit mobile version