Site icon Jamuna Television

গাজীপুরে ৫০০ পিস ইয়াবা ও জাল নোট উদ্ধার

গাজীপুরে ৫০০ পিস ইয়াবা ও জাল নোট উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:

মোহনা টিভির গাজীপুর জেলা প্রতিনিধির বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে ৫০০ পিস ইয়াবা ও ৮ লাখ টাকা সমমানের ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে ঢাকা-ময়মনসিংহ সড়ক সংলগ্ন তেলিপাড়া এলাকার একটি চতুর্থ তলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা।

বাড়ির মালিক সাংবাদিক আতিকুর রহমান জানান, ভাড়াটিয়া রাসেল এবং তার স্ত্রী তিশা কিছুদিন পূর্বে ৭ হাজার টাকা মাসিক ভাড়ায় দ্বিতীয় তলার ফ্ল্যাটটি ভাড়া নেয়। তবে তিনি ভাড়াটিয়ার কোন পরিচয় পত্র দেখাতে পারেনি।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা এবং জাল টাকা উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Exit mobile version