Site icon Jamuna Television

সাহেদের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির আশ্বাসের পর এখনও গ্রেফতার হননি রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদ। এদিকে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

মাইক্রোক্রেডিট ও এমএলএম ব্যবসার নামে জনসাধারণের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা সংগ্রহ, বহুমাত্রিক জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পরস্পর যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ, আয়কর ফাঁকি, ভুয়া নাম ও পরিচয়ে ব্যাংক ঋণ গ্রহণ করে কোটি কোটি টাকা আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এর আগে কমিশনের সংশ্লিষ্ট অনুবিভাগগুলো বিভিন্ন ব্যক্তি, গণমাধ্যম, ভার্চুয়াল মাধ্যমসহ বিভিন্ন উৎস হতে সাহেদ করিমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সংগ্রহ করে। এসব তথ্য-উপাত্ত সংবলিত অভিযোগ কমিশনের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল কমিশনে উপস্থাপন করলে কমিশন এ সিদ্ধান্ত নেয়।

ইতোমধ্যে দুদকের উপ-পরিচালক মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যেরে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। এ দলের অন্য সদস্যরা হলেন মো.নেয়ামুল হাসান গাজী ও শেখ মো. গোলাম মাওলা। তারা সাহেদের নানা বিষয়ে তদন্ত করবেন বলে জানিয়েছেন।

সম্প্রতি রিজেন্ট হাসপাতালে র‍্যাবের অভিযানে বেরিয়ে আসে সাহেদের জালিয়াতির চিত্র। এরপর তাকে গ্রেফতার করতে নড়েচড়ে বসে প্রশাসন। কিন্তু সাহেদের খোঁজই নাকি পাচ্ছেন না তারা।

Exit mobile version