Site icon Jamuna Television

দলের ভেতরের বর্ণচোরাদের ছাড় দেওয়া হবে না: কাদের

শেখ হাসিনা নিছক সরকার প্রধান নয়, তিনি সফল রাষ্ট্রনায়ক: কাদের

ফাইল ছবি।

দলের ভিতরে বর্ণচোরা সেজে যারা অর্থসম্পদ বৃদ্ধির চেষ্টা করে দলের ভাবমূর্তি বিনষ্ট করবে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন, জনগণের বুকের গভীরে রয়েছে এর শেকড়। দলের নাম ভাঙ্গিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে কাউকে ভাগ্য বদলাতে দেওয়া হবে না।

তিনি বলেন দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মীদের পেছনে রেখে, আওয়ামী লীগে আশ্রয়ী, লোভী, ষড়যন্ত্রকারীদের দলে আর সুযোগ নেই। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর।

কাদের আরও বলেন, দেশের মানুষ এখন দোষারোপের রাজনীতি পছন্দ করে না। এখন রাজনীতি হতে হবে মানুষকে বাঁচানো ও বৈশ্বিক সংকট করোনার সংক্রমণ রোধ।

Exit mobile version