Site icon Jamuna Television

এই রায় রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে: রিজভী

প্রধানমন্ত্রীর প্রতিহিংসা থেকেই খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই রায় আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে রায় দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। রায়ের পর নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ রায়ে ন্যায়বিচার হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনের একপর্যায়ে কেঁদে ফেলেন রিজভী। এ সময় তিনি বলেন, স্বামী-সন্তানহারা এ মানুষটিকে (খালেদা জিয়া) প্রতিহিংসার বশেই এ রায় দেয়া হয়েছে।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থাকলে দেশের আন্দোলন চলমান থাকবে। আন্দোলনকে নিশ্চিহ্ন করতে এ রায় দেয়া হয়েছে। ‘এ রায় প্রতিহিংসাপরায়ণ রায়। প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার রায়। একজন ব্যক্তিকে খুশি করতেই এ রায় দেয়া হয়েছে। চাকরি রক্ষা করতেই এ রায়দেয়া হয়েছে’, বলেন তিনি।

‘এ রায়ের প্রতি ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই,’ বলেন রিজভী।

অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সার্টিফায়েড কপি পাওয়ার পর আমরা উচ্চ আদালতে আপিল করব।

 

Exit mobile version