Site icon Jamuna Television

চাটমোহরে চুরি যাওয়া গরু উদ্ধার: ৩ চোর আটক

পাবনা প্রতিনিধি

কোরবানির ঈদকে সামনে রেখে ধারদেনা করে কিছুদিন আগে দু’টি ষাঁড় গরু কিনেছিলেন দরিদ্র কৃষক আমিরুল ইসলাম। ইচ্ছে ছিলো ঈদের আগে গরু দু’টি বেশি দামে বিক্রি করে সংসারে স্বচ্ছলতা ফেরাবেন। কিন্তু দরিদ্র ওই কৃষকের গোয়াল ঘর থেকে গভীর রাতে চুরি হয় ষাঁড় দু’টি।

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের দরিদ্র কৃষক আমিরুল বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে দ্বারস্থ হন থানার ওসি আমিনুল ইসলামের কাছে। ভুক্তভোগীর অভিযোগে রোববার রাতে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ। অভিযানে নিজেই নামেন ওসি।

এরপরে প্রযুক্তির সহায়তায় একে একে আটক করা হয় ৩ গরু চোরকে। সেই সাথে উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রাম থেকে চুরি যাওয়া দুই ষাঁড় গরু উদ্ধার এবং চোরাই কাজে ব্যবহৃত একটি করিমন গাড়ি জব্দ করা হয়। এর আগে গত ১৫ জুন গভীর রাতে ওই কৃষকের বাড়ির গোয়াল ঘর থেকে চুরি হয় দু’টি ষাঁড় গরু।

আটককৃতরা হলেন- উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের শাহীন হোসেন ওরফে ঝালাই শাহীন (২৮), একই গ্রামের আবদুর রশীদ (৪৬) ও ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রামের কুদ্দুস প্রামাণিক (৪০)।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর সোমবার (১৩ জুলাই) দুপুরে আটক চোরদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের এমন কাজ দেখে মুখে হাসি ফেরে দরিদ্র কৃষক আমিরুলের। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘গরু চুরি যাওয়ার পর খুব হতাশ হয়ে পড়েছিলাম। তবে যেভাবে ওসি স্যার খুব দ্রুত সময়ের মধ্যে আমার গরু দু’টি উদ্ধার করে দিলেন তাতে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমি এই থানায় নতুন যোগদান করেছি। আমিরুল ইসলাম নামে ওই দরিদ্র কৃষকের কান্না দেখে খুব কষ্ট লেগেছিলো। অভিযান শুরুর পর তাৎক্ষণিক সফলতাও মিলেছে।’

Exit mobile version