Site icon Jamuna Television

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস আটক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের পর আদালত প্রাঙ্গণ থেকে তার ব্যক্তিগত বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।

গত কয়েক দিন ধরেই এ রায়কে কেন্দ্র করে সারা দেশে পুলিশ ধরপাকড় চালিয়ে আসছিল। বিএনপির দাবি, এরই মধ্যে তাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে।

Exit mobile version