Site icon Jamuna Television

স্মরণ করে সুশান্তের সাথে নিজের ভিডিও আপলোড করলো স্বস্তিকা

গানের সঙ্গে গলা মিলিয়ে গান গাইছেন সুশান্ত। ব্যাকগ্রাউন্ডে বাজছে শাহরুখ-জুহি ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবির সেই জনপ্রিয় গান। আর সেই সঙ্গে সহ অভিনেত্রী স্বস্তিকার হাত ধরে নাচ করছেন।

‘দিলা বেচার’ সেটে সুশান্তের সঙ্গে কাটানো এমনই একটি সুন্দর মুহূর্তের ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকার পোস্ট করা এই ভিডিও আরও একবার মনে করিয়ে দিচ্ছে সকলের প্রিয় সেই প্রাণোবন্ত, উচ্ছ্বল, সর্বদা হাসিখুশি থাকা সুশান্তকে।

ভিডিওটি আপলোড করে অভিনেত্রী লিখেছেন, ‘ও কিজি আর আমার সঙ্গে এভাবেই নাচ করতো। সাধারণ, মজার, হাসিখুশি, আমি সুশান্ত এভাবেই মনে রাখতে চাই। তারার সঙ্গে এভাবেই নাচ করে যেও। ভালোবাসা রইলো।’

আগামী ২৪ জুলাই মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। যে ছবিতে সুশান্তের প্রেমিকা কিজি বসুর মায়ের ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। আর কিজির বাবার ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যয়।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

Exit mobile version