১৯৬ কেজির বিশাল আকারের গরিলার করোনা টেস্টের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শানগো নামের এই গরিলার ঠিকানা যুক্তরাষ্ট্রের মায়ামি চিড়িয়াখানা। সেখানেই দিন কয়েক আগে নিজের ভাই বার্নির সঙ্গে হাতাহাতি হয় তার। লড়াইয়ে গুরুতর চোট পায় ৩১ বছরের শানগো। তাই চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন করোনা টেস্টও করিয়ে নেওয়া হয়। তবে পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।
গরিলার করোনা টেস্ট, ছবি ভাইরাল

