Site icon Jamuna Television

শিরোপা থেকে মাত্র দুই পয়েন্ট দূরে রিয়াল

রেকর্ড ৩৪তম স্প্যানিশ লিগ শিরোপা থেকে আর মাত্র দুই পয়েন্ট দূরে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। লিগের ৩৬তম রাউন্ডের ম্যাচে গ্রানাডাকে ২-১ গোলে হারিয়েছে গ্যালাকটিকোরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় টেবিল টপাররা। ক্যাসেমিরোর বাড়ানো বলে স্কোর শিটে নাম তোলেন ফেরল্যান্ড মেনডি। ১৬ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন কারিম বেনজেমা। লুকা মদ্রিচের সাথে বোঝা পড়ায় প্রথমার্ধেই ২-০ লিড নেয় জিদান শিষ্যরা। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করে গ্রানাডা। ৫০ মিনিটে স্কোর লাইন ২-১ করেন ডারউইন মাচিস। তবে রিয়ালের জয়ে তা বাঁধা হতে পারেনি।

বার্সেলোনার থেকে চার পয়েন্ট এগিয়ে রয়েছে লস ব্লাঙ্কোস। শেষ দুই ম্যাচে আর মাত্র দুই পয়েন্ট পেলেও লিগ শিরোপা পুনরুদ্ধার করবে তারা। অবশ্য বার্সেলোনা বাকি দুই ম্যাচের একটি ড্র করলেও শিরোপা নিশ্চিত হবে গ্যালাকটিকোদের।

Exit mobile version