Site icon Jamuna Television

কক্সবাজারে ইয়াবাসহ ইউপি মেম্বার আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ ইউপি মেম্বার ও তার সহযোগীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছেন, উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার চৌধুরী (৩৫) ও তার সহযোগী বালুখালী পূর্বপাড়ার নুরুল আলম (৫১)।

র‍্যাবের দাবি, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বালুখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যাংকের চেক, তিনটি এটিএম কার্ড ও দুইটি স্বাক্ষরিত স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, নুরুল আবছার চৌধুরীর বসত ঘরের সামনে মাদক বিক্রির সংবাদে অভিযান চালায় র‌্যাব। এসময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।

Exit mobile version