Site icon Jamuna Television

কম খরচে ভেন্টিলেটর তৈরি করলো রুয়েট শিক্ষার্থীরা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত ভেন্টিলেটর।

রাজশাহী ব্যুরো:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভেন্টিলেটর তৈরি করেছেন। মঙ্গলবার দুপুরে এ উদ্ভাবন নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের টিম ‘দুর্বার কাণ্ডারী’ সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভিসি ড. মো. রফিকুল ইসলাম শেখসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশীয় প্রযুক্তিতে ৩০-৩৫ হাজার টাকায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ভেন্টিলেটরটি তৈরি করা হয়েছে। এর ৬টি ফিচার রয়েছে। মোবাইলের মাধ্যমে এটি দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায়। একই সাথে ওয়েব আ্যপ ব্যবহারের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থান থেকে একাধিক ভেন্টিলেটর পরিচালনা করাও সম্ভব।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ‘আগামী এক মাসের মধ্যে এটির ক্লিনিকাল ট্রায়াল পরিচালিত হবে। সেখানে সঠিক সেবা নিশ্চিত হলে সরকারি অনুমোদনের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে। সরকার অনুমতি দিলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হবে।’

ইউএইস/

Exit mobile version